Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সামাজিক মাধ্যমে সক্রিয় ব্র্যান্ড’র স্বীকৃতি পেল রবি ও এয়ারটেল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৯, ৫:১০ পিএম

২০১৮ সালের চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) পর্যালোচনা অনুযায়ী ‘সামাজিক মাধ্যমে সক্রিয় ব্র্যান্ড’র স্বীকৃতি পেয়েছে রবি ও এয়ারটেল। বৈশ্বিক অনলাইন বিশ্লেষণ সংস্থা সোশ্যালবেকার্স এ স্বীকৃতি দিয়েছে।

গ্রাহকদের সব প্রশ্নের উত্তর দেয়ায় রবি ও এয়াটেল’র ফেসবুক পেজকে এ স্বীকৃতি দিয়েছে প্রতিষ্ঠানটি। এর মানে ফেসবুক পেজে গ্রাহকরা কোন প্রশ্ন করার পর সাথে সাথে সবগুলো উত্তর দিয়েছে ব্র্যান্ড দুটি। বাংলাদেশের টেলিযোগাযোগ শিল্পে সবচেয়ে কম সময়ে গ্রাহকদের উত্তর দেয়ারও স্বীকৃতি পেয়েছে রবি আজিয়াটা লিমিটেড ও এয়ারটেল বাজ ফেসবুক পেজ।

রবি’র মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড সাস্টেইনেবিলিটি’র ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর বলেন, সোশ্যালবেকারস রবি ও এয়ারটেল উভয় ব্র্যান্ডকেই ‘সামাজিক মাধ্যমে সক্রিয় ব্রান্ড’র স্বীকৃতি দেয়ায় আমরা অনুপ্রাণিত। আমরা মনে করি পরবর্তী প্রজন্মের ডিজিটাল টেলিযোগাযোগ কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা পেতে আমাদের প্রচেষ্টার প্রতিফলন এ স্বীকৃতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বীকৃতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ