Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাঙামাটিতে এসএমই পণ্য মেলা শুরু

স্টাফ রিপোর্টার রাঙামাটি থেকে : | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের প্রসারসহ ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের নতুন বাজার সৃষ্টির লক্ষ্যে পাহাড়ের অর্থনীতির গতি ত্বরান্বিত করতে পার্বত্য জেলা রাঙামাটিতে সপ্তাহব্যাপী এসএমই পণ্যমেলা শুরু হয়েছে। গতকাল শনিবার রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গণে শুরু হওয়া এই মেলার উদ্বোধন করেছেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। স্থানীয় পণ্যের প্রচার ও প্রসার আর ক্রেতাদের নতুন নতুন পণ্য সর্ম্পকে পরিচিতি করতে এসএমই ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।
এসএমই পণ্যমেলা উপলক্ষে সকালে রাঙামাটিতে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিমনেশিয়াম প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে কুমার সুমিত রায়ের হল রুমে এসএমই পণ্যমেলার উদ্দ্যোক্তা এবং বিভিন্ন সরকারী কর্মকর্তাগণ ও প্রতিনিধিদেরকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল, আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ এবং উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দরা মেলায় অংশগ্রহণকারী স্টল গুলো পরিদর্শন করেন। জিমনেশিয়াম প্রাঙ্গনে বিভিন্ন পন্যসামগ্রী নিয়ে ৫০টি স্টল স্থান পেয়েছে। সপ্তাহব্যাপী এই মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে আর শুক্রবার (৮ মার্চ) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই এসএমই পণ্য মেলার শেষ হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ