বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল শনিবার ইমন (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের জয়কৃষ্ণ বাড়ি এলাকার ধানি জমির খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ওই ইউনিয়নের মো. রবিউলের ছেলে। নবীরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত রায় জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে খাল থেকে তার লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।