বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস ঢাকায় এসেছেন। গত শুক্রবার রাতে ঢাকায় এসে নামেন তিনি। কূটনৈতিক সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে, গত বুধবার ভারতের ঢাকা মিশন জানিয়েছিল যে নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস কাজে যোগ দিতে শুক্রবার ঢাকায় আসছেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট আবদুল হামিদের কাছে ভারতের নতুন দূত পরিচয়পত্র পেশের পরই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন। রিভা গাঙ্গুলি দাস এর আগে ঢাকায় ভারতীয় সংস্কৃতি মিশনের প্রধানের দায়িত্ব পালন করেছেন।
রিভা গাঙ্গুলি দাস সদ্য বিদায় নেওয়া হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হচ্ছেন। হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ঢাকার দায়িত্ব শেষে এখন ভারতের পক্ষে যুক্তরাষ্ট্রে কাজ করছেন। বাংলাদেশের দায়িত্ব পাওয়ার আগে রিভা গাঙ্গুলি দাস ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনের (আইসিসিআর) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। রিভা গাঙ্গুলি দাস ১৯৬১ সালের ২৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
উল্লেখ্য, হর্ষবর্ধন শ্রিংলা ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন ২০১৬ সালের জানুয়ারিতে। তার আগে বাংলাদেশে ভারতের হাইকমিশনার ছিলেন পংকজ শরণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।