Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আনিসুল হকের কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি আতিকুলের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে সদ্য নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেছেন, স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী কর্মসূচি হিসেবে ঢাকা উত্তরের উন্নয়নকে তিন ভাগে ভাগ করেছি। মরহুম মেয়র আনিসুল হকের শুরু করা নগর উন্নয়নের কাজগুলো সম্পন্ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, আগামী এক বছরে যা করতে চাই তা হলো, ঢাকা উত্তরকে আলোকিত নগরে পরিণত করা, পরিবেশ দূষণ রোধ করা, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নগর অ্যাপকে সক্রিয় করা। কর ও লেনদেন ডিজিটালাইজড ও অটোমেটেড করা; বৃক্ষ রোপন, নগর বনায়ন, নগর কৃষির বিস্তার ও বিকাশ; প্রতি মহল্লায় উন্মুক্ত পার্ক ও খেলার মাঠ গড়ে তোলার মাধ্যমে সবুজ ঢাকা গড়ে তোলা হবে।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরে বাংলাদেশ ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) নির্বাচিত নতুন মেয়র আতিকুল ইসলাম এ কথা বলেন।
তিনি বলেন, উত্তর সিটি কর্পোরেশনে নতুন ১৮ টি ওয়ার্ড সংযুক্ত হয়েছে। এগুলোকে উন্নত করার লক্ষ্যে সকলকে সমন্বয় করে কাজ করতে হবে। কিন্তু ছোট ছোট লক্ষ্যগুলো অর্জন করতে না পারলে বড় বিজয়গুলো আমাদের হাতের নাগালের বাইরে রয়ে যাবে। নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ঢাকা শুধু আমার শহর নয়, এই শহর আপনাদেরও। আমাদের সবার সামান্য সচেতনতা ও সহযোগিতা নগরীর উন্নয়নের জন্য দরকার। আমি বিশ্বাস করি আমরা যে যার জায়গা থেকে ন্যুনতম সহযোগিতা করলেই ঢাকাকে সুন্দর, সচল ও আধুনিক শহরে পরিনত করতে পারবো।
আপনারা প্লাষ্টিকের পানির বোতল রাস্তায় ছুড়ে না ফেলে ময়লার ঝুড়িতে ফেলুন। আামাদের একটু সচেতনতা অনেকখানি বদলে দেবে বর্ষাকালীন পানিবদ্ধতার সমস্যা। ছোট ছোট নাগরিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে আমারা বড় বড় অর্জন ছিনিয়ে আনে পারি, এটাও সম্ভব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র আতিকুল ইসলাম বলেন, নতুন ১৮ ওয়ার্ডে রাস্তা-ঘাট খুব সরু। আপনারা কিছু কিছু জায়গা ছাড়লে সেখানও প্রশস্থ রাস্তা করা সম্ভব। আমরা একটি প্ল্যানের মধ্যে এই ১৮ টি ওয়ার্ডের উন্নয়ন করতে চাই। প্রধানমন্ত্রী বলেছেন, গ্রাম হবে শহর। সেই লক্ষ্যে আমরা কাজ করতে চাই। এই ওয়ার্ডগুলোর উন্নয়নের জন্য ৪ হাজার ২০০ কোটি টাকার একটি প্রস্তার রয়েছে, সেটি একনেকে পাশের অপেক্ষায় রয়েছে।
মরহুম মেয়র আনিসুল হক নগরীর দখলকৃত ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করেছিলেন। কিন্তু সেগুলো আবারও দখল হয়ে গেছে। সেখানে রাজনৈতিক নেতাদের প্রভাব কাজ করছে। আপনি কি সেই রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে কাজ করতে পারবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে নগরির সকল উন্নয়নমূলক কাজ করতে চাই। সকলের সমন্বয়ে আমরা সড়কের ফুটপাথ ও দখলকৃত জায়গা উচ্ছেদ করে নগরবাসির সুবিধায় কাজে লাগাবো। রাস্তা খোড়াখুড়ির কারণে বাড়ছে জনদুর্ভোগ এর প্রতিকার কি? জানতে চাইলে তিনি বলেন, নগরির উন্নয়নে বর্তমানে মেট্রোরেল, বাস রেপিড ট্রানজিট প্রকল্পের কাজ চলছে।
মশা নিধনের বিষয়ে তিনি বলেন, মশা নিধন কার্যক্রম শুরু হবে। মশা নিধনের কাজ করে শেষ করা যায় না। এর কোনো শেষ নেই। তাই আমরা নগরির বিভিন্ন জায়গাতে মশা নিধনের জন্য একটি ক্র্যাস প্রোগ্রাম শুরু করবো। আপনার দেওয়া কর্মতালিকা সম্পন্ন করতে একবছর কি পর্যাপ্ত সময়? জানতে চাইলে তিনি বলেন, আমরা পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করছি। উন্নয়নের জন্য কাজ শুরু হলে এটি শেষও হবে। সংবাদ সম্মেলনে সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান বলেন, আমরা যারা রাজনীতি করি তারা সততা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করা চেষ্টা করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ