Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাউথ এশিয়া এলপিজি সামিট শুরু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

আজ সাউথ এশিয়া এলপিজি সামিটসাউথ এশিয়া এলপিজি সামিট ২০১৯ শুরু হচ্ছে। রোববার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে দুই দিন ব্যাপী এই সম্মেলন এবং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, সাউথ এশিয়া এলপিজি সামিট ২০১৯ আজ ও আগামী কাল বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এটি। দু’দিন ব্যাপী এই সম্মেলন ও প্রশিক্ষণ কর্মসূচিতে প্রায় ২০০ জন বিদেশি প্রতিনিধি অংশ নেবেন।
সম্মেলনে ৮০ টির বেশি স্থানীয় ও আন্তর্জাতিক খ্যাতনামা প্রতিষ্ঠান তাদের এলপিজি সম্পর্কিত সর্বশেষ প্রযুক্তি ও তথ্য উপস্থাপন করবে। এশিয়ার এলপিজি শিল্প উন্নয়ন ও নিরাপদ করার লক্ষ্যে বিনিয়োগকারী, বিশেষজ্ঞ ও বিখ্যাত শিল্প প্রতিষ্ঠান এতে অংশ নেবে বলে জানান আয়োজকরা। আগামী কাল সোমবার সন্ধ্যা ৬ টায় ওয়ার্ল্ড এলপিজি অ্যাসোসিয়েশনের পরিচালক ডেভিট টেইলরের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দুদিন ব্যাপী সম্মেলেনর সমাপ্তি হবে। এই সম্মেলন আয়োজনে সহযোগিতায় করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং এলপিজি অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এলপিজি সামিট সিঙ্গাপুরের ডাইরেক্টর নিয়েছা নি লিয়াথিয়ান, বিজনেস ডেভেলপমেন্ট গেøাবাল ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেডের ম্যানেজার মো. ইখতিয়ার হোসেন এবং হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং মো. মাঝহারুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ