Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাসব্যাপী গুলশান লেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

গুলশান সোসাইটির উদ্যোগে স্বেচ্ছাশ্রমে মাসব্যাপী বাড্ডা-গুলশান লেকের জলাধার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে গুলশান-২ এর লেকপাড়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়। পরে ঢাকা উত্তর সিটির পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
এ সময় লেকে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করুন, পরিচ্ছন্ন মনোরম ও অবৈধ দখলমুক্ত লেক চাই, লেকে স্যুয়ারেজ লাইন বন্ধ করুন ইত্যাদি ¯েøাগানে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে জলাধার পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতা বৃদ্ধি করতে অংশ নিয়েছেন জাগো ফাউন্ডেশনের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গুলশান সোসাইটির সেক্রেটারি ব্যারিস্টার শুকলা সারওয়াত সিরাজ, জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাকসান্দ, ওয়াটার এইডের ম্যানেজার ফায়সাল আব্বাস, লেক কমিটির প্রধান ইভা রহমান, ভাইস প্রেসিডেন্ট ডা. হাসেম, এমকে মোবিন, ক্যাপ্টেন এমএ মাজেদ, গুলশান-বারিধারা-বনানী লেকের প্রকল্প পরিচালক ওয়াহিদ মারুফ শুভ ও আমিনুল ইসলাম প্রমুখ।
গুলশান সোসাইটির সেক্রেটারি ব্যারিস্টার শুকলা সারওয়াত সিরাজ বলেন, এ লেক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব প্রতিটি নাগরিকের। ঢাকা শহরকে বাসযোগ্য করতে লেক বাঁচাতে হবে।
শুধু লেক নয়, ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটি শহর উপহার দিতে পুরো ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখতে হবে। জাগো ফাউন্ডেশন, ওয়াটার এইড ও কোকাকোলার সহযোগিতায় এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ###



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ