বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাকা ও ব্যবসা হাতিয়ে নিয়ে একমাত্র শিশু কন্যাকে অস্বীকার করার অভিযোগ উঠেছে বাংলাদেশ জুয়েলারী সমিতির জয়েন্ট সেক্রেটারি জয়নাল আবেদীন খোকনের বিরুদ্ধে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন খোকনের স্ত্রী দাবিদার আফরিনা সুলতানা মুক্তা নামের এক নারী। এ সময় তার কোলে শিশু আয়াত ও বোন নাজমাও উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে মুক্তা বলেন, স্বর্ণ ব্যবসার সুবাধে ৪ বছর আগে জয়নাল আবেদীনের সাথে আমার পরিচয় হয়। একপর্যায়ে তার সাথে বিয়ে হয়। বিয়ের পর আমি গর্ভবতী হলে খোকন তার প্রথম স্ত্রী ও পরিবারের পরামর্শে আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। এতে আমার পেটের সন্তান নষ্ট হয়ে যায়। খোকনের এরূপ কর্মকান্ডে তাকে ৬ মাস পর তালাক দেই। তখন খোকন নিজের দোষ স্বীকার করে তালাকের দুই মাস পর ফের আমাকে বিয়ে করে। বিয়ের ৬-৭ মাস পর আমি আবারো গর্ভবতী হই। এর মাঝে খোকনের প্রথম স্ত্রী, তার গাড়ি চালক ও আরো একজনের মাধ্যমে কৌশলে আমার ঘরে থাকা ৭৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। বিষয়টি খোকন জানলেও ব্যবস্থা নেয়নি।
মুক্তা বলেন, গত বছরের ১৪ ফেব্রুয়ারি আমার কন্যার জন্মের পর থেকে খোকনের নিষ্ঠুরতা ও অর্থলোভী বিষয়টি আবারো সামনে আসে। সে আমার অ্যাকাউন্টে থাকা ২০ লাখ টাকা তুলে নেয় এবং বিভিন্ন মহলে এই বাচ্চা তার নয় বলে প্রচার করে। বাচ্চার স্বীকৃতি দেয়ার জন্য সে আমার কাছে ১০ কোটি টাকা দাবি করে। এর প্রতিবাদ করলে আমাকে ও আমার মেয়ের প্রাণনাশের হুমকি দেয় খোকন। এ ঘটনায় থানায় জিডি ও আদালতে মামলা করেও কোন সুরহা হয়নি। তিনি বিষয়টির সুরাহায় ও সন্তানের পিতার স্বীকৃতি পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগের বিষয়ে জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, তার স্ত্রীর করা সব অভিযোগ মিথ্যা। উল্টো তার স্ত্রী তাকে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নিয়েছেন। তবে সন্তানটি তার বলে তিনি জানান। তিনি আরও বলেন, বনিবনা না হওয়ায় মুক্তা তাকে তালাক দিয়ে মামলা করে। যা এখন আদালতে বিচারাধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।