Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমি ভীষণ লাজুক একটা ছেলে -অপূর্ব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি মাঝে মাঝে গান করেন। অভিনয়ের ব্যস্ততার কারণে গানে সময় দিতে পারেন না। তবে সুযোগ পেলে গান গাইতে চেষ্টা সম্প্রতি ডিরেক্টরস গিল্ড আয়োজিত বনভোজনে গান গেয়ে মাতিয়েছেন তিনি। ছোট পর্দার নির্মাতাদের আমন্ত্রণে এ আয়োজনে এক হয়েছিলেন নির্মাতাসহ অনেক অভিনয়শিল্পী। সেখানে গান গেয়েছেন অপূর্ব। স্টেজে উঠে গানে গানে দর্শক মাতান অপূর্ব। ওরে নীল দরিয়া এবং তোরে পুতুলের মতো করে সাজিয়ে জনপ্রিয় এ দুটি গান গেয়ে শোনান তিনি। তার গানের সঙ্গে উপস্থিত সবাই হাততালি ও নেচে-গেয়ে বনভোজন মুখরিত করে তুলেন। অপূর্ব বলেন, আমি আসলে গানের মানুষ না, অভিনয়ের মানুষ। আমি ভীষণ লাজুক একটা ছেলে। কেউ স্টেজে ডাকলে আমার অনেক লজ্জা লাগে। তারপরও আমি চেষ্টা করেছি সবাইকে বিনোদিত ও আনন্দিত করতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ