Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এফডিসিবির আয়োজনে ফ্যাশন ফেয়ার অনুষ্ঠিত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের (এফডিসিবি) আয়োজনে দুই দিন ব্যাপী ফ্যাশন ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশানে গার্ডেনিয়া গ্র্যান্ড হলে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ প্রদর্শনীতে দেশসেরা ডিজাইনাদের কালেকশন প্রদর্শিত হয়। আইপিএবি’র সহযোগিতায় প্রদর্শনীটির টাইটেল ¯পন্সর হিসেবে ছিল সিটি ব্যাংক লিমিটেড। অলাভজনক প্রতিষ্ঠান এফডিসিবি দেশের ফ্যাশন ও ডিজাইন সংশ্লিষ্ট খাতের অগ্রগতিতে নানা কর্মকান্ডের সাথে যুক্ত। এফডিসিবির লক্ষ্য দেশের শিল্পী ও ফ্যাশন খাতের জন্য এমন একটি প্ল্যাটফর্ম প্রদান যেখানে অভিজ্ঞতালব্ধ শিক্ষা থেকে শিল্পীরা দেশের মানুষের জন্য সমৃদ্ধ নকশা করতে পারে। ফ্যাশনে আকর্ষণীয় লুক আনার পাশাপাশি বাংলাদেশের লোক ও ঐতিহ্যকে শিল্পীর শিল্পধারণার সাথে যুক্ত করার ক্ষেত্রে বিশেষ ভ‚মিকা পালন করে আসছে এফডিসিবি। ডিজাইনে নিজস্বতার ছাপ ও নিজস্ব সংস্কৃতি তুলে ধরার ক্ষেত্রে বিগত কয়েক বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনটি। ডিজাইনার ও সৃষ্টিশীল এ ডিজাইন খাতের মধ্যে অংশীদারিত্ব তৈরির লক্ষ্যেই এ ফ্যাশন প্রদর্শনীর আয়োজন করে এফডিসিবি। প্রদর্শনীতে যেসব ডিজাইনারদের পোশাক প্রদর্শিত হয় তারা হচ্ছেন এমদাদ হক, কুহু প্লামন্দোন, চন্দনা আর দেওয়ান, মারিয়া সুলতানা, রিফাত রহমান, মাহিন খান, হুমায়রা খান, রিফাত রেজা রাকা, সারাহ করিম, সাদিয়া মিশু, ইজমাত নাজ রিমা, মুশাররাত রহমান, লিপি খন্দকার, ফারাহ আনজুম বারি, শাহরুখ আমিন, আফসানা ফেরদৌসী, ফায়জা আহমেদ, রুপো শামস, তাশফিয়া আহমেদ এবং শৈবাল সাহা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ