প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নেটফ্লিক্সের জন্য পরিকল্পিত একটি জীবনী চলচ্চিত্রে ক্রিস হেমসওয়ার্থ ডব্লিউডব্লিউই তারকা হাল্ক হগানের ভূমিকায় অভিনয় করবেন। স্ট্রিমিং চ্যানেলটি ইতোমধ্যে টেরি জিন বোলেয়া ওরফে হাল্ক হগানের কাছ থেকে চলচ্চিত্র নির্মাণে তার জীবনী ও পরামর্শের স্বত্ব কিনে নিয়েছে। ‘ওয়ার ডগস’ এবং ‘হ্যাংওভার’ ট্রিলজির জন্য খ্যাত টড ফিলিপ চলচ্চিত্রটি পরিচালনা করবেন। স্কট সিলভার আর জন পোলোনে চিত্রনাট্য লিখছেন। ১৯৭০-এর দশক থেকে ফ্লোরিডার রেসলিং সার্কিট থেকে হাল্ক হগান যেভাবে ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনের স্টার হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন তার বর্ণনা থাকবে ফিল্মটিতে। ভক্তদের হাল্ক হগানের ‘হাল্কমেনিয়াক্স’ উদ্ধৃতি থেকে পরে ‘হাল্কম্যানিয়া’ শব্দটির উৎপত্তি হয়। তিনি তার সাক্ষাতকারগুলোতে ভক্তদের শরীরচর্চা, প্রার্থনা করা আর ভিটামিন সেবনে উৎসাহিত করে থাকেন। হেমসওয়ার্থ মারভেল সিনেমাটিক ইউনিভার্সের চলচ্চিত্রে থরের ভূমিকায় অভিনয় করে থাকেন। এই সিরিজের ফিল্মের মধ্যে আছে- ‘থর’ (২০১১), ‘দি অ্যাভেঞ্জার্স’, ‘থর : দ্য ডার্ক ওয়ার্ল্ড’, ‘অ্যাভেঞ্জার্স : দি এইজ অফ আল্ট্রন’, ‘ডক্টর স্ট্রেঞ্জ’, ‘থর : র্যাগনারক, ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’ এবং আগামী এপ্রিলে মুক্তি পাবে অ্যাভেঞ্জার্স : এন্ডগেইম’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।