Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোনও অনুশোচনা নেই : বানী কাপুর

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

অভিনেত্রী বানী কাপুর জানিয়েছেন, তার পেশাদার সিদ্ধান্ত নিয়ে তার কোনও অনুশোচনা নেই, আর তিনি এ পর্যন্ত যা বেছে নিয়েছেন তা নিয়ে খুব সন্তুষ্ট। তিনি একটি সংবাদ সংস্থাকে বলেছেন : “আমি যা করেছি তা নিয়ে সন্তুষ্ট। আমার কোনও অনুশোচনা নেই। ২০১৩ সালে পরিনীতি চোপড়া আর সুশান্ত সিং রাজপুত জুটির ‘শুদ্ধ দেশি রোমান্স’ ফিল্মটি দিয়ে তার বলিউডে অভিষেক হয়েছি। এর পর তাকে ‘বেফিকর’ ফিল্মেই দেখা গেছে। আগামীতে তাকে দেখা যাবে ‘শমশেরা’তে রণবীর কাপুর অভিনীত চরিত্রের প্রেমিকা রূপে। এছাড়া হৃতিক রোশন আর টাইগার শ্রফের অভিনয়ে একটি অনির্ধারিত নামের চলচ্চিত্রেও তিনি অভিনয় করবেন। তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বানী বলেন, “অনেক কিছু করার আছে। আমি অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করার অপেক্ষায় আছি। আমি অ্যাকশন ফিল্ম করতে চাই, চাই পূর্ণাঙ্গ কমেডিতে কাজ করতে, ফ্যামিলি ড্রামা আর রোমান্টিক ফিল্মও করতে চাই।” বানী সম্প্রতি তার ফ্যাশন লেবেল ডোডো অ্যান্ড মোয়া বিমুক্ত করেছেন। নারীদের জন্য এই সমসাময়িক আর আধুনিক ফ্যাশন সামগ্রীর পৃষ্ঠপোষক যাশেদ ফ্যাশনটেক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ