রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন ফুলপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। শুক্রবার রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবের নাম ঘোষণা করেন এবং দলীয় মনোনয়নের চিঠি দেন।
সন্ত্রাস, মাদকমুক্ত ও আধুনিক ফুলপুর গড়তে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন ফুলপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। গত কয়েক বছর ধরে সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। আওয়ামী রাজনীতিতে তার বিচরণ অনেক আগে থেকে। নামকরা একজন বড় মানুষের হাত ধরে তিনি রাজনীতিতে এসেছেন। তিনি আর কেউ নন বর্তমান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির বাবা ফুলপুর-তারাকান্দার সিংহ পুরুষ পাঁচবারের সাবেক এমপি ও একবারের উপজেলা চেয়ারম্যান ভাষা সৈনিক মরহুম এম শামছুল হক। ওখান থেকেই গ্রহণ করেন তিনি রাজনৈতিক দীক্ষা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।