রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নির্বাধিত সময় পেরিয়ে গেলেও হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ার প্রতিবাদে সুনামগঞ্জের ১১ উপজেলায় একযুগে মানববন্ধন করেছে হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও অন্দোলন নামের সংগঠন।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টায় সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কামটি একই দাবিতে মানববন্ধন করেন। একই সময়ে জেলার দিরাই, শাল্লা, জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জ, ছাতক, দোয়ারাবাজার, বিশ^ম্ভরপুর, তাহিরপুর, ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলায় একই দাবিতে মানববন্ধন করে হাওর বাঁচাও অন্দোলন সংগঠনের উপজেলা কমিটিগুলো।
এদিকে, হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও কেন্দ্রীয় কমিটির মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিকাশ রঞ্জন চৌধুরী, সহ-সভাপতি সুখেন্দু সেন, নির্মল ভট্টাচার্য্য, মুর্শেদ আলম, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক এমরানুল হক চৌধুরী, একে কুদরত পাশা প্রমুখ।
মানববন্ধনে বক্তবার বলেন, সুনামগঞ্জের ৩৭টি হাওরে পানি উন্নয়ন বোর্ডের তত্তাবধানে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি(পিআইসি) হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ করে। গত ১৫ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের কাজ শুরু করে চলিত বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার নিদের্শনা থাকলেও নির্বারিত সময়ের মধ্যে ৫০ ভাগ কাজও শেষ করতে পারেনি। বক্তরা আরো বলেন, ফসলরক্ষা বাঁধের কাজ শুরু অগেই অনিয়ম করেছে সংশ্লিষ্টরা। এলাকায় এলাকায় গণশুনানী করে পিআইসি কমিটি গঠন করার নিময়ম থাকলেও তা মানা হয়নি। অবিলম্বের বাঁধের কাজ শেষ না হলে সুনামগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কমিটির গণআন্দোলন গড়ে তুলবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।