রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
খাবারের সন্ধানে বন ছেড়ে লোকালয়ে চলে আসছে হনুমান। লোকালয়ে এসে রাস্তা-ঘাটে, মানুষের ঘরের চালে, ওয়ালে অবস্থান নিতে দেখা যাচ্ছে বিরাট আকৃতির লেজ বিশিষ্ট এ হনুমান। উৎসুক মানুষজন অনেকেই কলা, পেপেসহ খাবার হাতে নিয়ে ভীড় জমাচ্ছেন হনুমান দেখতে। গতকাল শনিবার সকালে নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌর শহরে বিরাট আকৃতির লেজ বিশিষ্ট এ হনুমানটিকে দেখা গেছে। হনুমানটি উপজেলার স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেয়ালের উপর দেখা মেলে। এ সময় নানা উৎসুক মানুষ খাবার কিনে হনুমানকে দেয়ার জন্য কাছে গিয়ে ভীড় জমায়। পৌর শহরের বাসিন্দারা জানায় গত কয়েক মাসে রাস্তার বিভিন্ন জায়গায় এরকম লেজওয়ালা কালো মুখের হনুমান দেখা গেছে। তবে কোন মানুষই তার ক্ষতি করছেনা।
নেছারাবাদ উপজেলার বন কর্মকর্তা মো. ইউসুফ জানান, হনুমান বসবাসকারি অঞ্চল থেকে বিভিন্ন ফলের ট্রাক আসার সময় খাদ্যর জন্য রাস্তা থেকে গাড়িতে ওঠে আসছে। পরে গাড়ি থেকে নেমে এসব হনুমান পথ ভুলে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। তবে হনুমানগুলো বন্যপ্রানী সংরক্ষণ আওতায় এনে অবমুক্ত করা যায় কিনা জানতে চাইলে তিনি আরো বলেন, এগুলো সংরক্ষনের জন্য আমাদের কোন ট্রেনিং নেই। তাছাড়া, এসব সংরক্ষণ করে অবমুক্ত করা আমাদের দপ্তরের নয় বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।