Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কবি জসীমউদ্দীন পদক পেলেন কবি জাহাঙ্গীর আলম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

আড়াইহাজারের কবি জাহাঙ্গীর আলম পল্লীকবি জসীম উদদীন পদক পেয়েছেন। গত শুক্রবার বিকালে মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠো বাংলাদেশ শ্লোগান নিয়ে অগ্রসরমান বাংলাদেশ কবি সংসদ এর ২১বছর পূর্তি উপলক্ষে নবম জাতীয় কবি সম্মেলন এই পদক দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম পিএইডি। বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁও ইউনিভার্সিটির চেয়ারম্যান ডা. সায়মা আফরোজ ইভা, আলোকিত আড়াইহাজারের সম্পাদক আলী আশরাফ, কবি সৈয়দা সাজেদা চৌধুরী, সাহিত্যিক রফিকুল হক দাদু ভাই, কবি আমিনুল রানা প্রমুখ।
প্রসঙ্গত, কবি জাহাঙ্গীর আলমের মোট ৫টি বই অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে। তাছাড়াও তার লেখা নাটক বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত
হয়েছে। তার গ্রামের বাড়ী উপজেলা বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ