বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধসহ ৮জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে বৈদ্যেরবাজার ইউনিয়নের মোবারকপুর এলাকায় বালু সরবরাহকারী ড্রেজারে হামলা চালালে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্বজনরা। এ ঘটনায় টেঁটাবিদ্ধ আহত সামসুল হকের ছেলে আহত আব্দুল কাদির বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামের সানাউল্লাহর সাথে পানাম গাবতলী গ্রামের ইসমাইল হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে গতকাল সকালে মেঘনা নদীর তীরে রাখা ইসমাইল হোসেনের বালু সরবরাহকারী ড্রেজারে সানাউল্লাহর নেতৃত্বে ইয়াকুব আলী, ইব্রাহিম, আমজাদ হোসেন, গোলজার, মোশারফ, আল-আমিন, আলম, মানসুর, নুরুল হক, আজিজুলসহ অজ্ঞাত ২০-২৫ জনের একটি দল পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলাকারীরা ড্রেজার ভাংচুর করে যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। এ সময় ড্রেজার শ্রমিকদের পিটিয়ে আহত করে হামলাকারীরা। হামলায় সামসুল হক, নুর হোসেন, আব্দুল কাদির, খলিল, তোফজ্জলসহ ৮জন আহত হয়।
মামলার বাদী আহত আব্দুল কাদির বলেন, মেঘনা নদীর তীরে রাখা আমার ফুফাতো ভাই ইসমাইল হোসেনের ড্রেজারে সামসুল হকের নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি দল হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে আমাকেসহ শ্রমিকদের মারধর করে। শ্রমিকদের কান্নার শব্দ শুনে আমার বাবা এগিয়ে গেলে আমার বাবাকেও পিটিয়ে ও টেঁটাবিদ্ধ করে আহত করে।
অভিযুক্ত সানাউল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার উপর ইসমাইল হোসেনের লোকজন হামলা করেছে। আমিও হাসপাতালে ভর্তি রয়েছি।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, ড্রেজারে হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।