Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। গতকাল শুক্রবার দুপুর ৩ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসা এতিমখানা ও হেফ্জখানার শিক্ষার্থী এবং বড়তাকিয়া জামে মসজিদ পরিচালনা কমিটি, বড়তাকিয়া বাজার পরিচালনা কমিটি, সামাজিক ও সেচ্ছাসেবী সংঘঠন, সরণিকা সংঘ, সমমনা, স্বপ্নতরী-৭১, মীরসরাই উপজেলা আওয়ামী যুব ও ছাত্র লীগের নেতা কর্মী সহ প্রায় ২ হাজার জনসাধারণ। মানববন্ধনে বক্তারা বড়তাকিয়া মাজার গেইটের সামনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান। মানববন্ধনটি মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান ও বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আলাউদ্দিনের নের্তৃত্বে এলাকার জনসাধারণকে নিয়ে অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ