Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন

সভাপতি মামুন, সম্পাদক শংকর

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, সিলেট বিভাগীয় শাখার নির্বাচনে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মামুন হাসান (যুগান্তর)। সাধারণ সম্পাদক পদে ফের নির্বাচিত হয়েছেন শংকর দাস (উত্তরপূর্ব)। গত বৃহস্পতিবার রাতে নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত নির্বাচনে মামুন হাসান ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী নাজমুল কবির পাভেল (বাংলাদেশ প্রতিদিন) পান ১৩ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে তীব্র প্রতিদ্ব›িদ্বতা শেষে শংকর দাস তার নিকটতম প্রতিদ্ব›দ্বী নুরুল ইসলাম থেকে মাত্র এক ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে তার ১৬ ভোটের বিপরীতে তার নিকটতম প্রতিদ্ব›দ্বী নুরুল ইসলাম পান ১৫ ভোট। এ নির্বাচনে ট্রেজারার পদে মাহমুদ হোসেন বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি দুলাল হোসেন, সহ-সভাপতি কয়েস আহমদ, সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক হুমায়ুন কবির লিটন, প্রচার সম্পাদক নুরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইউসুফ আলী, এছাড়া ৫ জন কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ