বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে ৮ লাখ ৪৯ হাজার ৩০২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম। এদিকে চলতি সপ্তাহে নবনির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলামের গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। রাত পৌনে দুইটা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ১২৯৫টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষনা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। তিনি বলেন, এক হাজার ২৯৫টি কেন্দ্রের সবকটির ঘোষিত ফল অনুযায়ী নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৮ লাখ ৪৯ হাজার ৩০২ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. শাফিন আহমেদ পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট। ডিএনসিসি নির্বাচনে অপর তিন মেয়র প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টির মো. আনিসুর রহমান দেওয়ান আম প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ১৫১ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুর রহিম টেবিল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৪০৪ ভোট এবং পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) শাহীন খান বাঘ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৮২১ ভোট। তিনি বলেন, এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন। মোট ভোটকেন্দ্র এক হাজার ২৯৫টি। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট নেওয়া হয়। সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরে ভোটার উপস্থিতি তেমন একটা দেখা না গেলেও যেসব নতুন ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন হচ্ছে সেখানে ভোটার উপস্থিতি তুলনামূলক বেশি দেখা যায়। পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম ১৯৬১ সালের ১জুলাই কুমিল্লার দাউদকান্দির নিভৃত পল্লীতে জন্মগ্রহণ করেন। আতিকুল ইসলাম ঢাকার বিএএফ শাহীন স্কুল ও কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন। ১৯৮৫ সালে আতিকুল ইসলাম তৈরি পোশাক খাতে ব্যবসা শুরু করার পর দীর্ঘ ৩২ বছরে গড়ে তুলেছেন ইসলাম গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ। ২০১৩-১৪ মেয়াদে তিনি বিজিএমইএ সভাপতি নির্বাচিত হন। বিজিএমইএ’র সভাপতির দায়িত্ব পালনের সময় তিনি পোশাক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি সকল পোশাক তৈরি কারখানায় ২ জন করে অটিস্টিক ব্যক্তির কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করেন। আতিকুল ইসলাম পোশাক খাতের শ্রম পরিস্থিতি ও পণ্যের মান উন্নয়নে ব্যবসায়ী নেতাদের নিয়ে প্রতিষ্ঠা করেন সেন্টার অফ এক্সিল্যান্স ফর বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ এবং বর্তমানে তিনি এর সভাপতির দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, ২০১৫ সালের ২৮এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আড়াই বছর পর ২০১৭ সালের ৩০ নভেম্বর ডিএনসিসিরি মেয়র আনিসুল হক চিকিৎসাধীন অবস্থায় লন্ডনে মারা যান। এতে মেয়র পদটি দুই বছর শূন্য হয়ে পড়ে। পরে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলেও আদালতের নিষেধাজ্ঞার কারণে নির্ধারিত সময়ের এক বছর পর গত ২২ জানুয়ারি ফের দুই সিটির তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
আজ নতুন মেয়র আতিকুলের সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র নির্বাচিত হওয়ার পর এই প্রথম সংবাদ সম্মেলনে আসছেন আতিকুল ইসলাম।
গতকাল শুক্রবার মেয়র আতিকুল ইসলামের একান্ত সচিব সাইফুদ্দিন সুমন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, নবনির্বাচিত মেয়রের সংবাদ সম্মেলন আজ শনিবার দুপুর ১২টায় রাজধানীর উত্তরায় বাংলাদেশ ক্লাবে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ডিএনসিসির উপনির্বাচানে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট। আর তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী জাতীয় পার্টির শাফিন পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট। ২০১৭ সালের ৩০ নভেম্বর ডিএনসিসির মেয়র আনিসুল হকের মৃত্যুতে পদটি শূন্য হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।