Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার মিউজিক ভিডিও’র মডেল হলেন শাহরিয়ার নাজিম জয়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় এবার মিউজিক ভিডিওর মডেল হলেন। সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাওয়া একটি গানে মডেল হিসেবে দেখা যাবে তাকে। গানের শিরোনাম দীর্ঘশ্বাস। গানের কথা লিখেছেন মেহেদি হাসান লিমন, সুর করেছেন মো. মিলন, সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। স¤প্রতি এফডিসির একটি শূটিং ফ্লোরে গানটির শূটিং সম্পন্ন হয়েছে। গানের ভিডিওটি নির্মাণ করছেন কোরিওগ্রাফার হাবিব। মিউজিক ভিডিওর মডেল হওয়া প্রসঙ্গে জয় বলেন, নাটক, সিনেমায় যা কাজ করেছি সেগুলোর একটা আমল চলে গেছে। মানে ট্রেন্ড পরিবর্তন হয়েছে। কাজের ধরণও বদলে গেছে। টেলিভিশন নাটকের চেয়ে ইউটিউবের কাজ যেমন শর্টফিল্ম, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও এগুলো অত্যন্ত চমৎকারভাবে নির্মিত হচ্ছে। কাজগুলো মানুষ দেখছে, সরাসরি মানুষ তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে। সেই চিন্তা থেকে মিউজিক ভিডিওতে কাজ করলাম। মিউজিক ভিডিওতে জয়ের সাথে জুটি হয়েছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। সিনেমার বাইরে তিনি এখন ব্যস্ত মিউজিক ভিডিও ও বিজ্ঞাপন নিয়ে। এছাড়াও অভিনয় করেছেন নাটকে। তানহা তাসনিয়া বলেন, পুরোপুরি গল্প নির্ভর একটি মিউজিক ভিডিও। গানটি খুবই সুন্দর। আসিফ ভাইয়ের সেই পুরাতন ফ্লেবার আছে গানের মধ্যে। জয় ভাইয়ের সঙ্গে কাজ করে দারুণ অভিজ্ঞতা হয়েছে। মিউজিক ভিডিওটি শিগগিরই এসএস মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ