প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দুই বাংলার আলোচিত গান ইন্দুবালা নিয়ে নির্মিত হচ্ছে একই নামের সিনেমা। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন ও পায়েল। সিনেমাটি পরিচালনা করছেন জয় সরকার। ইন্দুবালার গল্প লিখেছেন অভিনেতা মাসুম আজিজ। প্রযোজনা করছে নাজ মাল্টিমিডিয়া। এতে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শহিদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, শামীমা নাজনিন প্রমুখ। গত বছরের নভেম্বরে সিনেমাটির শূটিং শুরু হয়। সিনেমাটির অধিকাংশ গানের কথা ও সুর করেছেন প্লাবণ কোরেশী। গান গেয়েছেন ফকির শাহাবুদ্দিন, বিউটি, বেলাল খান, সানিয়া রমা প্রমুখ। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন প্লাবন কোরেশী। প্লাবণ বলেন, সিনেমা অনেক বড় একটি মাধ্যম। এখানে কাজ করা মানে নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হওয়া। তবে আমার জন্য এই অভিজ্ঞতা নতুন নয়। কারণ এর আগে আমি ভিডিওতে অভিনয় করেছি। সিনেমাটি নির্মিত হচ্ছে গ্রামীণ প্রেক্ষাপটে একটি দারুণ গল্প নিয়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।