প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আজ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ-২০১৯। চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশ-এর উদ্যোগে এই আয়োজন চলবে ৮ মার্চ পর্যন্ত । এবার ৫টি ভেন্যুতে প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। ‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ এই স্লোগান নিয়ে শুরু হচ্ছে শিশু নির্মাতাদের ১২তম এই চলচ্চিত্র প্রদর্শনী উৎসব। শিশুদের চোখে উঠে আসা সমাজ, পরিবার ও রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে এবার শিশুদের নির্মিত ৬৮টি চলচ্চিত্রের মধ্যে প্রদর্শন করা হবে ২৫টি চলচ্চিত্র। সবাইকে এ আয়োজনে আসার আমন্ত্রণ জানিয়েছে ফিল্ম সোসাইটি। সোসাইটির সদস্যরা জানান, আমরা ফিল্মের মাধ্যমে চেষ্টা করি শিশুদের সমস্যাগুলো সামনে আনার, প্রশাসন নিজেরা সচেতন হয়ে যেন এই সমস্যা দূর হয়। এবার আয়োজনে ইয়াং বাংলাদেশ ট্যালেন্ট বিভাগে ১৯ থেকে ২৫ বছর বয়সী নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শনীতে স্থান পাবে। চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম বলেন, ১০০ থেকে দেড়শো শিশু ভলান্টিয়ার কাজ করছে, একদম ছোট থেকে স্কুল কলেজ পড়–য়া তারা। এই শিশুরাই সবকিছু করছে, পুরো অনুষ্ঠানটাই তারা পরিচালনা করছে। অন্যদিকে শিশুদের চলচ্চিত্র নির্মাণ শুধু দেশে চলচ্চিত্র নির্মাতা তৈরির উদ্দেশ্যেই নয়, বরং শিশুদের মধ্যে নেতৃত্ব গুণ তৈরি, আত্মবিশ্বাস, ইতিবাচক মনোভাব, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ তৈরিরও উপকরণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। চিলড্রেনস সোসাইটি বাংলাদেশের সাধারণ স¤পাদক মুনিরা মোরশেদ মুন্নী বলেন, আমরা বড়দের বদলাতে পারবো না, তাই আমরা ছোটদের নিয়ে কাজ করছি। ছোটদের মাধ্যমে পরিবর্তন হবে। আজ উদ্বোধনের দিন ছাড়াও শওকত ওসমান মিলনায়তন, জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, আলিয়াঁস ফ্রঁসেজ, ঢাকা ও ব্রিটিশ কাউন্সিলে সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে সবার জন্য।
বলিউড শীর্ষ পাঁচ
১ টোটাল ধামাল
২ গালি বয়
৩ এক লাড়কি কো দেখা তো এয়সা লাগা
৪ মণিকর্ণিকা : দ্য কুইন অফ ঝাঁসি
৫ থাকরে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।