Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টোটাল ধামাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

জানা গেছে জনকপুরে ৫০ কোটি রুপির গুপ্তধন আছে। পিন্টু (মনোজ পাহবা) এর হদিস করার জন্য বিশাল অংকের পুরস্কার ঘোষণা করেছে। আর এই গুপ্তধন লাভের জন্য প্রথম এগিয়ে আসে দুই বাটপার গুড্ডু (অজয় দেবগন) আর জনি (সঞ্জয় মিশ্র)। তাদের সঙ্গে যোগ দেয় অবিনাশ (অনিল কাপুর), বিন্দু (মাধুরী দীক্ষিত), লাল্লান (রিতেশ দেশমুখ) এবং দুই ভাই আদি (আরশাদ ওয়ারসি) আর মানব (জাভেদ জাফরি)। এদের প্রত্যেকের বিশ্বাস তারাই প্রথম সেই গুপ্তধনের খোঁজ পাবে এবং তা তাদেরই হবে। শুরু হয় তাদের মধ্যে এক মজার প্রতিযোগিতা। কিন্তু তাদের পথে বাধা হয়ে দাঁড়ায় পুলিশ কমিশনার (বোমান ইরানি)। শেষ পর্যন্ত এই দৌড়ে যোগ দেয় চিনাপ্পা স্বামী (মহেশ মাঞ্জরেকার)। এক সময় তারা সবাই গন্তব্যে পৌঁছে যায়। আর সেখানেই সৃষ্টি হয় চরম বিভ্রান্তি। আসলেই কি সেই গুপ্তধন আছে?

হলিউড শীর্ষ পাঁচ
১ হাউ টু ট্রেইন ইওর ড্রাগন : দ্য হিডেন ওয়ার্ল্ড
২ অ্যালিটা ব্যাটল এঞ্জেল
৩ ফাইটিং উইথ মাই ফ্যামিলি
৪ ইজিন্ট ইট রোমান্টিক
৫ হোয়াট মেন ওয়ান্ট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ