রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
হরিনাথপুর ধনুসিকদার বন্দরে ২৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব কাঠ ব্যবসায়ী মোহাম্মদ আলী মাঝি (৫৫) কে তার নিজ দোকানে আ. রশিদ কমান্ডারের মাদক সেবী পুত্র নুরউদ্দীন সিকদার (৪৫) সন্ত্রাসী কায়দায় মোহাম্মদ আলীকে মুখ মন্ডলে বাটাইল দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে। মুহাম্মদ আলী মুলাদী থানা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন। ঘটনাস্থাল থেকে হরিনাথপুর পুলিশ ফাড়ির এসআই তারেক নুরউদ্দীনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে হিজলা থানায় সোর্পাদ করে। ঘটনাস্থল থেকে মোহাম্মদ আলীকে মোবাইল ফোনে এ ব্যপারে জানতে চাইলে সে ইনকিলাবকে জানান, কিছুদিন পূর্বে আমি টুমচর রাস্তায় পাশে গাছ কাটি, ঐ সময় নুরউদ্দীন মোটরসাইকেল বাড়ি যাওয়ার সময় লোকজন গাছ কাটতেছে বলে ইশারা দেয়। ঐ সময় সে গাড়ি ব্রেক করে পরে যায়। ওঠে অক্ষত অবস্থায় বাড়ি ফিরে নুরউদ্দীন। এ ঘটনাকে পুঁজি করে মাদকাসক্ত নুর উদ্দীন সিকদার আমার কাছে ৪ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অপরাগতা জানালে নুরউদ্দীন আমাকে এলোপাথারী কুপাতে থাকে বলে জানান মোহাম্মদ আলী। এ ব্যপারে হিজলা থানায় মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।