Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় পুলিশ মেমোরিয়াল ডে পালন

কুমিল্লা থেকে সাদিক মামুন | প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

কুমিল্লায় পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়েছে। গতকাল শুক্রবার কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে তৃতীয়বারের মতো যথাযোগ্য মর্যাদায় পুলিশ লাইন্সে দিবসটি পালন করা হয়। সকালে পুলিশ সুপার কার্যালয় থেকে র‌্যালির মাধ্যমে দিবসটির উদযাপন কার্যক্রম শুরু হয়। এরপর কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা এবং ১৯৭১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের ৪৯টি পরিবারকে সম্মাননা ও সংবর্ধনা দেয়া হয়।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, বাংলাদেশ পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা দিয়ে আসছে। দেশমাতৃকা রক্ষাসহ বিািভন্ন সময় কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যরা দেশের জন্য, জনগণের জন্য আত্মাহুতি দিয়েছেন। শহীদ হওয়া এসব সদস্যরা দেশের গর্ব, পুলিশ বাহিনীর গর্ব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভির সালেহীন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরী। অনুষ্ঠানে কুমিল্লা জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যমসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ ও কুমিল্লা জেলা পুলিশের সর্বস্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ