রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
উপজেলার ডাংরী গ্রামে মাদরাসার নামে দানকৃত জমি আত্মসাৎ করার পায়তারার অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগে জানা যায়, ১৯৭৪ সনে ডাংরী গ্রামে ডাংরীপাড়ার ফুরকানিয়া মাদরাসা প্রতিষ্ঠিত হয়। ঐ গ্রামের মাওলানা মো. ইদ্রিস আলী বিভিন্ন সময়ে মাদরাসা বরাবর ৪.৪০ একর ভূমি নান্দাইল সাবরেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিমূলে দান করেন। মাওলানা মো. ইদ্রিস আলীর জীবদ্দশা পর্যন্ত মাদরাসাটি সুষ্ঠুভাবে পরিচালিত হলেও তাঁর মৃত্যুর পর এলাকার একটি কুচক্রী মহল অপতৎপরতা শুরু করে। মাদরাসার স্থান ও নাম পরিবর্তন করে ভূমি আত্মসাৎ করে। ডাংরীপাড়া ফুরকানিয়া মাদরাসার নাম পরিবর্তন করে সালমান ফার্সী (রা.) কাশফুল উলুম মাদরাসা নামে ভুমি দখলের পায়তারা শুরু করে।
এব্যাপারে মাদরাসার মোতাওয়াল্লী ও জমি দাতার ছেলে মাওলানা জাকারিয়া মো. আনিছ বলেন, মাদরাসার মুহতামিম মুফতি আসাদুল্লাহ ছিদ্দিকী মাদরাসার জায়গায় নিজস্ব পাকা বাড়ি তৈরী করে বসবাস করছেন। জানতে চাইলে মাদরাসার মুহতামিম মুফতি আছাদুল্লাহ মুঠোফোনে জানান, এওয়াজ বদল দলিলমূলে মাদরাসাটি স্থানান্তর করা হয়েছে। ভূমি আত্মসাতের অভিযোগ সঠিক নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।