রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটুয়াখালী পৌরসভা, ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদ ও সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন গত বৃস্পতিবার অনুষ্ঠিত হযেছে। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
মহিউদ্দিন পটুয়াখালীর মেয়র নির্বাচিত
পটুয়াখালী জেলা সংবাদদাতা জানান, প্রায় ৮ বছর পরে পটুয়াখালী পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। উৎসবমুখর, এবং সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্যদিয়ে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ ভোট গ্রহন চলে। অধিকাংশ ভোটার তাদের অভিমত প্রকাশ করে বলেন, অনেক বছর পর সুষ্ঠু, সুন্দর পরিবেশ ভোট প্রদান করতে পেরে আনন্দিত। শহরের তিতাস সিনেমা সড়কের আ. ছালাম জানান, তার এ ৫৫ বছর বয়সে তিনি এত সুষ্ঠু, সুন্দর ভোট দেখেননি। প্রতিটি ভোট কেন্দ্রে ভোট গ্রহনের আগে সকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ব্যালট পেপার পৌছান হয়। ৯ টি ওয়ার্ডের ২১টি কেন্দ্রে ২১ জন ম্যজিস্ট্রেটসহ পর্যাপ্ত পরিমান আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। ভোট কেন্দ্রে ভোটার নম্বর স্লিপ ব্যাতীত কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি।
এ দিকে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন আহমেদ (জগ মার্কা) ১৮,৩৪২ ভোট পেয়ে মেয়র নির্বাচীত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগ মনোনীত (নৌকা মার্কার) প্রার্থী জেলা আওয়ামীলীগের ভারপপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী আলমগীর পেয়েছেন ২৯৭৪ ভোট।
নওপাড়ায় টিপু চেয়ারম্যান নির্বাচিত
মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা জানান, ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন ৭ বছর ৮ মাস পর অনুষ্ঠিত হলো। সকাল ৮টাক থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কেন্দ্রে ভোট গণনা শেষে রাত ৮টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আজিজুল ইসলাম বেসরকারীভাবে চেয়ারম্যান হিসেবে সতন্ত্র প্রার্থী মো. জাহিদুল ইসলাম টিপুকে ঘোষণা করেন।
টিপু আনারস মার্কায় পেয়েছেন ৫ হাজার ৩ শত ১০ তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মো. হাবিবুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ২২ ভোট, বিএনপি সমর্থীত মো. জাহাঙ্গীর আলম চশমা প্রতিকে পেয়েছেন ১ হাজার ৩ শ ভোট।
কৃষ্ণনগরে উপ-নির্বাচনে লাকী বিজয়ী
সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আকলিমা খাতুন লাকী জয়ী হয়েছেন। দুর্বৃত্তদের হাতে নিহত চেয়ারম্যান কে, এম মোশাররফ হোসেনের স্ত্রী তিনি। গত বৃহস্পতিবার নির্বাচন শেষে রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও কালিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জামিরুল হায়দার বেসরকারিভাবে বিজয়ী হিসেবে লাকীর নাম ঘোষণা করেন। নির্বাচনে ২০ হাজার ৫৫৩ জন ভোটারের মধ্যে ১২ হাজার ৬৯৮ জন ভোট দেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী লাঙল প্রতীকে লাকী ৭ হাজার ১১৪ ভোট পেয়ে বিয়জী হন ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।