রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ানের ভাগবা (বদ্ধ) জলমহাল ভরাট করে বাড়িঘর নির্মাণ ও লবণ পানি উত্তোলনের অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে। এ ব্যাপারে গত ২৪ ফেব্রয়ারি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী। অভিযোগে জানা গেছে, উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ানের ভাগবা (বদ্ধ) জলমহালটি আইনি জটিলতার কারনে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভাগবা মৎস্যজীবি সমবায় সমিতি লি. এর অনুকুলে খাস কালেকশনের ইজারা প্রদান করা হয়।
এরপর ইজারা গ্রহীতা সমিতির সভাপতি মো. অহেদুল ইসলাম সরকারী জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা লংঘন করে জলমহাল ভরাট করে বাড়িঘর নির্মান ও জলমহালের মধ্যে একাধিক খন্ড খন্ড বাঁধ দিয়ে বিভক্ত করে লবণ পানি উত্তোলন করছে। যার ফলে জলমাহল টির আয়তন ছোট হচ্ছে এবং লবন পানি উত্তোলনের কারনে পরিবেশের ক্ষতি হচ্ছে।
এ ব্যাপারে ইজারা গ্রহীতা অহেদুল ইসলাম জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে তা তদন্ত করে দেখা হোক।
ইউনিয়ন উপ-সহকারী ভুমি কর্মকর্তা মো. আব্দুর রশিদ জানান, অভিযোগ পেয়েছি সরজমিনে তদন্ত করে প্রতিবেদন দেয়া হবে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।