রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরা জেলার বিভিন্ন বাজারে হঠাৎ করে ওষুধ প্রশাসনের অভিযানে ব্যবসায়ীদের মাঝে আতংক দেখা দিয়েছে। না জানি কখন মেয়াদ উত্তীর্ন, সরকার নিষিদ্ধ ওষুধ ধরা পড়ে। নবীন ল্যারেটরির মেরী গোল্ড শরবত খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় এ অভিযান বলে নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে। মাগুরা ঝিনাইদহ এলাকার ওষুধ প্রশাসন তত্বাবধায়ক মো. নাজমুল হাসান তাদের তদারকি বৃদ্ধির কারণ হিসেবে জানান, এটা তাদের নিয়মিত কাজের অংশ। তবে একটি নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, ওষুধ প্রশাসন অধিদপ্তর, মহাখালী ঢাকা ডিজিডি এ/ এর্লাট নোটিশ ০১/২০১৭ স্মারকে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নবীন ল্যাবরেটরীজ লিঃ ঢাকা কতৃক উৎপাদিত মেরী গোল্ড শরবত বাজার থেকে আগামী তিন দিনের মধ্যে প্রত্যাহার করার নির্দেশ দেয়া হয়। তারই প্রেক্ষিতে মাগুরায় সপ্তাহব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে।মেরী গোল্ড শরবত খেয়ে দেশের কয়েক স্থানে কয়েকটি শিশু মৃত্যুর ঘটনায় ওষুধ কতৃপক্ষ এ ব্যবস্থা গ্রহন করেছে বলে জানা গেছে। মাগুরা ও ঝিনাইদহ এলাকার বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে মাগুরায় ৮টি এবং ঝিনাইদহে ১৫ টি নিষেদ্ধ পণ্য উদ্ধার করে গুনগত মান পরীক্ষার জন্য ল্যাবরেটরীতে পাঠান হয়েছে। ঢাকা অর্গানিক ল্যাবরেটরীর উৎপাদিত সিরাপ পিভাগিন ব্যাচ নং ১ ৮টি, এবং নিরাময় ল্যাবরেটরীর উৎপাদিত সিরাপ আমলা প্লাস এন ব্যাচ নং ১০ ৮টি এবং নবীন ল্যাবরেটরী উৎপাদিত মেরী গোল্ড ব্যাচ নং৭৫১ ১টি, ওমেক্স ব্যাচ নং ৮০৪, ৮০৫, ৮টি, মুসাফিফ ব্যাচ নং ৫০৮, ৫০৫ ৩টি, কামুসিড ব্যাচ নং ৪৬৬ ৫টি ও নিওরিন ব্যাচ নং ২১৭ ১টি।এসব পন্য উদ্ধার করে গুনগত মান পরীক্ষার জন্য ল্যাবরেটরীতে পাঠান হয়েছে। মাগুরা জেলার বাওলিয়া, পুলুম, বুনাগাতী, গঙ্গারামপুর, গড়ের হাট, শালিখা, সীমাখালী, চতুরবাড়িয়া, সিংড়া, তালখড়ি আড়পাড়া বাজারের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালান হয়। ওষুধ প্রশাসনের পক্ষ থেকে ওষুধ ব্যবসায়ীদের সচেতনতামূলক সভা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে ওষুধ প্রশাসনের নির্ভযোগ্য সুত্র জানায়। দুটি জেলা নিয়ে এত বড় বাজার নিয়ন্ত্রন করার মত যানবাহন সুবিধা না থাকায় বাজার তদারকি করা কষ্টকর বলে তার জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।