রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চাঁদাবাজ, সন্ত্রাসী ও ভূমিদস্যুদের সতর্ক করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের এমপি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বলেছেন আমার ধারনা ছিলো ব্রাহ্মণবাড়িয়া শহরে এসব অপরাধ কমে গেছে। কিন্তু সাম্প্রতিক কিছু খবরা-খবরে আমি উৎকন্ঠিত। তাদেরকে সতর্ক করে আমি বলতে চাই যারা চাদাবাজি, মাস্তানি করেন, মানুষকে হয়রানী করেন তারা যে ব্যানারেই থাকেন, যে আবরনে থাকেন রক্ষা পাবেন না।
তিনি গত বুধবার বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এ উপলক্ষে শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা সঙ্গীতাঙ্গনে আনন্দ আয়োজন করে জেলা মহিলা আওয়ামী লীগ। জেলা মহিলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল বারী চোধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খোকন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন মিয়া, জেলা মহিলা আওয়ামী লীগ সহ-সভাপতি রেহেনা বেগম রানী, জেলা পরিষদ সদস্য সৈয়দা নাখলু আক্তার। অনুষ্ঠানের শুরুতে কেক কাটা হয়। পরে আলোচনা সভা হয়। এতে মহিলা আওয়ামী লীগের জেলা, উপজেলা ও শহর ইউনিটের নেতৃবৃন্দ এবং যুব মহিলা লীগ নেতৃবৃন্দ যোগ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।