Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৯, ১২:১১ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ হত্যার ৬ষ্ঠ বর্ষ উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দায়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার ২৮ ফেব্রুয়ারি বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাঃ সোলেমান আলী, এএসপি (হেডকোয়ার্টার) নিয়তি রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্সপেক্টর তাজুল ইসলাম, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান নজমুল হুদা, সর্বানন্দ ইউপি চেয়ারম্যান মাহাবুর রহমান, বামনডাঙ্গা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সমেস উদ্দিন বাবু, উপাধ্যক্ষ আব্দুল হান্নান, জাপা নেতা রেজাউল হক রেজা প্রমূখ। পরে নিহত চার পুলিশ সদস্যের পরিবারের হাতে শান্তনামূলক উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। আলোচনা শেষে নিহত ৪ পুলিশের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধের আসামী জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণাকে কন্দ্র করে ওইদিন সুন্দরগঞ্জে সাঈদি ভক্ত জনতারা তান্ডব চালিয়ে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশকে পিটিয়ে হত্যা করে। এছাড়া দুই শতাধিক দোকানপাট, বসত বাড়ি, অফিস ভাংচুর করে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র, বামনডাঙ্গা রেল ষ্টেশন, মুক্তিযোদ্ধা অফিসসহ ১২/১৩টি বাড়িতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ