রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষীপুরের ৫টি উপজেলায় চেয়ারম্যান পদে ২৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত মঙ্গলবার বিকাল ৫ টা পর্যন্ত নিজ নিজ উপজেলার রিটার্ডুং কর্মকর্তা ও সহকারি রিটার্ডুং কর্মকর্তার কাছে এসব প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমাদেন প্রার্থীরা। প্রত্যেকটি উপজেলায় আ.লীগ মনোনীত প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, চেয়ারম্যান পদে লক্ষীপুর সদরে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন। রামগঞ্জে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন। রায়পুরে চেয়ারম্যান পদে ২, ভাইস চেয়ারম্যান ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন। কমলনগর চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান ৬ ও মহিলা ৪ জন। রামগতি চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন মনোনয়নপত্র দাখিল করেন।
লক্ষীপুর সদর উপজেলায় আ.লীগ মনোনীত প্রার্থী আবুল কাশেম চৌধুরী, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক অব্দুলাহ আল নোমান, আ.লীগ নেতা দেলোয়ার হোসেন, মহিউদ্দিন বকুল, স্বতন্ত্র ওয়াহিদুর রহমান।
রামগঞ্জ উপজেলায় আ.লীগ সমর্থিত মনির হোসেন চৌধুরী, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আকম রুহুল আমিন, স্বতন্ত্র সিরাজুল ইসলাম (এনপিপি)।
রায়পুর উপজেলায় আ.লীগ মনোনীত অধ্যক্ষ মামুনুর রশিদ, বিদ্রোহী প্রার্থী আ.লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেন মাস্টার।
কমলনগর উপজেলায় আ.লীগ সমর্থিত নুরুল আমিন মাস্টার ও রেবেকা মহসীন, বিদ্রোহী প্রার্থী যুবলীগের মেজবাহ উদ্দিন বাপ্পি, দিদার হোসেনসহ ৯ জন। রামগতি উপজেলায় আ.লীগ সমর্থিত আব্দুল ওয়াহেদ, স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল ও হারুন মোল্লা (বিকল্পধারা)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।