Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চেয়ারম্যান পদে ১ জন বিনা প্রতিদ্ব›িদ্বতায় বিজয়ী

মৌলভীবাজারে প্রতীক বরাদ্দ

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৯, ১২:১১ এএম

দ্বিতীয় ধাপের পঞ্চম পর্যায়ের উপজেলা নির্বাচনে মৌলভীবাজার ৭টি উপজেলায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত ২৩ জন চেয়ারম্যান প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান ৩৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান ২৮ জন প্রার্থীসহ মোট ৮৪ জন মনোনয়ন পেয়েছেন। চেয়ারম্যান পদে ১ জন বিনা বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার জেলা নির্বাচন অফিস ও জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনিত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের কাজ শুরু হয়। এতে জেলার সাতটি উপজেলার ৮৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এদিকে প্রতীক পাওয়ার পর আগামিকাল থেকে প্রার্থীরা তাদের নির্বাচনী কার্যক্রশ শুরু করতে পারবেন।

ইতোমধ্যে মৌলভীবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্ব›িদ্বতায় আওয়ামীলীগের মনোনিত প্রার্থী মো. কামাল হোসেনকে বিজয়ী করা হয়েছেন।
জেলা নির্বাচন অফিস জানিয়েছেন, আগামি ১৮ মার্চ মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এর জন্য প্রয়োজনীয় সব ধরনে উদ্যোগ গ্রহন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ