রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিরাজদিখানে কয়েক বছর ধরে আলুতে লাখ লাখ টাকা লোকসান দিয়ে এবারো ৯ হাজার ২০০ হেক্টর জমিতে প্রায় ১৫ হাজার কৃষক আলু রোপন করেছিল। তবে অসময়ে ভারি বৃষ্টির কারণে চিন্তায় নিদ্রাহীন হয়ে পড়েছে কৃষকরা। গত কয়েক বছরে দাম না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। এবছর গত ৪ দিন ধরে টানা বৃষ্টির কারনে ইতোমধ্যে বহু এলাকায় আলুর পাশাপাশি শাক-সবজিসহ বিভিন্ন মৌসুমী ফসল পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। তবে আবহাওয়া ভাল হলেও রোদের তাপে মাটি গরম হয়ে আলু পচে যেতে পারে সে সঙ্গে পোকার আক্রমন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কৃষকরা এখন আলু উঠানোর পরিকল্পনা করছেন।
এবছর কৃষকরা যখন আলু ঘরে তোলার প্রন্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই বৃষ্টি হানা দেয়। পাঁচ দিনের বৃষ্টিতে ফসলি মাঠে বিশেষ করে আলুর জমি পানিতে তলিয়ে গেছে। এখনো আবহাওয়া ভাল হয়নি।
বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা যায়, কৃষকরা কোথাও জমির পানি অপসারণ করছেন আবার কোথাও পানির মধ্যে থেকেই আলু তুলছেন। এ চিত্র ছিল এ উপজেলার সর্বত্র। এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় আলুর বাম্পার ফলন হয়েছিল। কিন্তু বৃষ্টি তাদের জন্য কাল হয়ে দাড়িয়েছে। কৃষকদের অভিযোগ প্রতিবছর আলুতে ক্ষতিগ্রস্থ হয়ে নিঃস্ব হলেও সরকারি কোন সুযোগ সুবিধা পাচ্ছেন না তারা।
সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের থরিগাঁও গ্রামের আলমগীর হোসেন (৩৭) বলেন, এ বছর আমি আলু চাষ করেছি ২ কানি জমিতে। পাঁচ দিনের টানা বৃষ্টির কারনে জমিতে ড্রেন করে দেওয়ায় পানি জমতে পারেনি। তবে আবহাওয়া ভাল হলেও রোদের তাপ যদি বেড়ে যায় তাহলে জমিতে আলুর পঁচন ধরবে। তাই যত দ্রুত সম্ভব আলু উঠাতে হবে। তা নাহলে আলু নষ্ঠ হয়ে যাবে।
কোলা ইউনিয়নের নন্দনকোনা গ্রামের আরেক কৃষক সাইদুল ইসলাম বলেন, এখনো কোন পাইকার পাচ্ছি না আলু বিক্রি করার জন্য। কিন্তু তার উপরে আবার বৃষ্টি। এখনো আবহাওয়া ভালো হয়নি। গত কয়েক বছর লাভের মুখ দেখছিনা। এবারো কি তাই হবে?
উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র্র রায় বলেন, গত পাঁচ দিন ধরে বৃষ্টি হওয়ায় আলুর কোনো ক্ষতি হবে না। জমিতে পানি জমে নাই, আরো কয়েক দিন বৃষ্টি হলে জমিতে পানি জমে দাউদ (স্ক্যাব) রোগ হতে পারে। আলুর বয়স ৯০ দিনের বেশী হয়েছে। আবহাওয়া শুস্ক হলেই দ্রæত আলু উঠালেই কৃষক ক্ষতি গ্রস্থ হবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।