Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ৪:০৮ পিএম

বাংলাদেশ কোনোপ্রকার সন্ত্রাসকে সমর্থন করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাকিস্তান-ভারতের উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে তিনি বলেছেন, আমরা যুদ্ধ চাই না। শান্তি চাই।

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে মন্ত্রী বলেন, একাধিক বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। এ সময় খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি না করার আহবান জানান তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর ও মেঘনা এই দুটি সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন ওবায়দুল কাদের

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে মন্ত্রী বলেন, সকল দল অংশগ্রহণ করলে নির্বাচন আরো উৎসবমুখর হতো। তবে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে।

বিএনপির চেয়ারপারসনের চিকিৎসা বিষয়ে তিনি বলেন, তাকে আদালত শাস্তি দিয়েছে। বিএনপি সবসময়ই তার চিকিৎসা নিয়ে রাজনীতি করে আসছে। এই রাজনীতি থেকে তাদের সরে আসতে আহবান জানান মন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, পাক-ভারতের যুদ্ধ তিনি চান না। দুই দেশের মধ্যে শান্তি চান। তবে সন্ত্রাসী কর্মকান্ডকে বাংলাদেশ সমর্থন করে না বলে মন্তব্য করেন মন্ত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ