Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্দরে বাস চাপায় গার্মেন্টস শ্রমিক নিহত

প্রকাশের সময় : ১৬ মে, ২০১৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের বন্দর কামতাল এলাকায় দ্রুতগামী বাসের চাপায় লিপু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিপু সোনারগাঁ মধ্যের চর এলাকার ফজুলল হকের ছেলে। তিনি সিনহা গার্মেন্টসের শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
কামতাল ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় লিপু। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে রাস্তা পারাপারের সময় উষা এন্টারপ্রাইজের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই লিপু মারা যান। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ