বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উজিরপুর (বরিশাল) উপজেলা সংবাদদাতা :বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদিতে টমটমের ধাক্কায় গৌরঙ্গ চন্দ্র দাস (৬০) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন সুশিল (৫০) নামে অপর একজন।
আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৌরঙ্গ দাসের বাড়ি বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের ব্রাহ্মণদিয়া গ্রামে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৌরভ সুতার নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, সকালে বাড়ি থেকে পান বিক্রির জন্য ইচলাদি বাজারে যান গৌরঙ্গ দাস। বিক্রি শেষে ভ্যানে করে বাড়িতে ফেরার পথে টমটমের সঙ্গে ধাক্কা লাগলে গৌরঙ্গ দাস ও সুশীল আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গৌরঙ্গ দাসকে মৃত ঘোষণা করেন।অপর আহত সুশীলকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
এদিকে, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওয়ার্ড মাস্টার আবুল কালাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।