বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : নগরীতে তেলবাহী ওয়াগনের সঙ্গে বাসের সংঘর্ষে দুই জন নিহত এবং আরও ৭ জন আহত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে ষোলশহর রেল ক্রসিংয়ে এ ঘটনায় ঘটে। নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) আসিফ মহিউদ্দিন জানান, এতে দুই নারী নিহত হয়েছে। নিহতরা হলেন- মরিয়ম বিবি (৪০) ও আনুমানিক ৩০ বছর বয়সী এক নারী। মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান, মরিয়মের ১২ বছর বয়সী ছেলে সায়েম, নুরুন্নবী, রত্না বেগম ও তার ছেলে নোমান হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় পূর্ব রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ফিরোজ ইফতেখারকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে জানান, বিভাগীয় রেল ব্যবস্থাপক মঞ্জুরুল আলম। তিনি বলেন, ওয়াগনটি ফার্নেস অয়েল নিয়ে হাটহাজারী বিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিল, ষোলশহর রেল ক্রসিং অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। বাসটি সিগন্যাল অমান্য করে রেল লাইনে উঠে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে বলে দাবি করেন এই রেল কর্মকর্তা। তবে বাসযাত্রীরা বলেন, বাসটি নতুন পাড়া থেকে নগরীর টাইগারপাস যাচ্ছিল। ক্রসিংয়ে সিগন্যাল বার ফেলার আগে বাসটি রেল লাইন পার হচ্ছিল। এসময় ষোলশহর এলাকায় ট্রাফিক সিগন্যাল পড়ায় বাসটি এগুতে পাড়েনি। বাস লাইনে ওঠার আরও কিছু সময় পড়ে ট্রেনের হুইসেল শোনা যায় এবং ওই সময় সিগন্যাল বার ফেলা হয় বলে জানান যাত্রীরা। দুর্ঘটনা প্রসঙ্গে নগর পুলিশের সহকারী কমিশনার আসিফ বলেন, তেল নিয়ে যাওয়ার সময় একটি ওয়াগন রেল ক্রসিং পার হওয়ার সময় বিআরটিসির একটি বাসের সংঘর্ষ হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।