Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

প্রকাশের সময় : ১৬ মে, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুর সিটি কর্পোরেশনের দাখিনখান পূর্বপাড়া এলাকায় এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের অভিযোগ ওঠেছে শিশুটির চাচাতো ভাই মনার বিরুদ্ধে। অভিযোগ ওঠা ওই তরুণের মা ও বোনকে আটক করেছে পুলিশ। নিহত ওই শিশুর বাড়ি গাজীপুরের দাখিনখান এলাকায়। মায়া পার্শ্ববর্তী হায়দরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। রোববার রাতে এলাকার একটি সেপটিক ট্যাংক থেকে পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে।
পরিবারের অভিযোগ, ওই শিশুটির মা ও ভাই স্থানীয় একটি কারখানায় কাজ করেন। গতকাল সকালে তারা কাজে যান। এ সময় শিশুটি বাড়িতে একা ছিল। সন্ধ্যার দিকে তারা বাড়িতে ফিরে মেয়েকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।
পরে ওই শিশুর প্রবাসী চাচা কালাম মিয়ার বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংকের ভেতরে তার লাশ পাওয়া যায়। রাত ১২টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পরিবারের অভিযোগ, তার চাচাতো ভাই মনা মিয়া (১৮) তাকে ধর্ষণ শেষে হত্যা করেছেন। দুই পরিবারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। জয়দেবপুর থানাধীন পুবাইল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন।
পুলিশ জানায়, ঘটনার পর মনা, তার মা ও বোন পালিয়ে যান। পরে মনার মা ও বোনকে আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ