বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশী অস্ত্রসহ সাদ্দাম হোসেন (২৭), আরিফ হোসেন(২০) ও আনোয়ার হোসেন ওরফে টুকু(২৫) নামের তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেনিখালী ব্রিজ এলাক থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৩টি ছোরা, ১টি কাওয়াল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় ডাকাতির মামলা হয়েছে।
সোনারগাঁ থানার এসআই আব্দুল হক সিকদার জানান, গোপন সংবাদে জানতেপারি সোমবার গভীর ১২/১৩ জনের একদল ডাকাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেনিখালী ব্রিজ এলাকায় বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তÍতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনা স্থলে পৌছে সাদ্দাম হোসেন, আরিফ হোসেন ও আনোয়ার হোসেন ওরফে টুকু নামের তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সানোয়ার ওরফে সানার, নয়ন মিয়া, সুজন, সানি ও স্বাধীন সিকদার সহ ১০/১২ জন ডাকাত পালিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।