Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাস্কফোর্সের অভিযান আজ থেকে শুরু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

পুরনো ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরাতে আজ থেকে বিশেষ অভিযানে নামছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। গত সোমবার এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি’র মেয়র সাঈদ খোকন সময়মতো গুদাম না সরালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন। গতকাল মঙ্গলবার চানখারপুল, বকশিবাজার, নাজিমুদ্দিন রোড, বাবুবাজার, বংশালসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় এ ঘোষণা দিয়ে মাইকিং শুরু করেছে ডিএসসিসি। মাইকিংয়ে বলতে শোনা যায়, গত ২০ ফেব্রুয়ারি চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের প্রেক্ষিতে এলাকার জনগণের নিরাপত্তার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অত্র এলাকার কেমিক্যাল গুদাম সরিয়ে নেয়ার আহ্বান জানানো যাচ্ছে। এই নির্দেশনা অমান্য করা হলে বাড়ির মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গত বুধবার রাতে পুরনো ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ৬৪ নম্বর হাজী ওয়াহিদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত মোট ৬৯ জন মারা গেছেন। প্রাথমিক তদন্তে আগুনের কারণ হিসেবে রাসায়নিককে দায়ী করা হচ্ছে। এ ঘটনার পর থেকেই পুরান ঢাকার আবাসিক ভবনগুলো থেকে রাসায়নিক গুদাম সরানোর নির্দেশ দিয়েছে ডিএসসিসি। মাইকিংয়ে আজ বুধবার থেকে টাস্কফোর্সের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হবে জানিয়ে কেমিক্যালের গোডাউন থাকলে ডিএসসিনির কন্ট্রোল রুম (৯৫৫৬০১৪) এ জানাতে বলা হয়েছে।
এ বিষয়ে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বলেন, অভিযান চালাতে গেলে অনেকে বলে যে তারা সময়সীমার বিষয়ে জানতো না। তাই পুরান ঢাকায় মাইকিং করে সবাইকে অভিযানের বিষয়ে অবগত করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ