Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত টিমের হাসপাতাল পরিদর্শন

ঠাকুরগাঁওয়ে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষের ঘটনা

রুবাইয়া সুলতানা বাণী, ঠাকুরগাঁও থেকে : | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩০ এএম

ঠাকুরগাঁও হরিপুরের বহরামপুরে গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবি-গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে ৫ সদস্যের তদন্ত টিম গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁও সদর হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ, বর্ডার গার্ড হাসপাতাল পরিদর্শন করেন এবং আহত ব্যক্তিদের সাথে কথা বলেন। ঘটনাস্থল পরিদর্শন করার সময় এলাকার ব্যক্তিদের বলেন তারা তাদের যে কোন অভিযোগ জানাতে পারেন বা লিখিত ভাবে দিতে পারেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন, জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব (সীমান্ত) মু. মোহসিন চৌধুরী, উপ-সচিব জাকির হোসেন, বিজিবির মহাপরিচালকের প্রতিনিধি লে. কর্ণেল মোর্শেদ, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ও অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ নুরুন নাহার ওসমানী ও সদস্য নজরুল ইসলাম।
ওই তদন্তকারী টিমের প্রধান জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব (সীমান্ত) মু. মোহসিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সাথে কথা বলে রিপোর্ট প্রেরণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজিবি

১৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ