Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ বছরের পুরনো মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

দেশের সব দায়রা জজ আদালতে বিচারাধীন ১০ বছরের পুরনো ফৌজদারী মামলাগুলো ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রত্যেক জেলা জজদের ৩০ দিনের মধ্যে এইসব মামলার তালিকা করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জামা দিতে বলেছেন আদালত। তালিকা পাওয়ার পর রেজিস্ট্রার জেনারেল তা নিম্ন আদালত তদারকী কমিটির কাছে জমা দেবেন।
গতকাল মঙ্গলবার ফৌজদারি মামলার এক আসামির জামিন শুনানিকালে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শরিফুলের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন এটিএম মিজানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ। এটিএম মিজানুর রহমান পরে সাংবাদিকদের বলেন, শরিফুলের মামলাটি ২০০৭ সালের। ওই বছরের নভেম্বরে এ মামলার অভিযোগ গঠন করা হলেও এখন পর্যন্ত কোনো সাক্ষ্য গ্রহণ হয়নি। ফলে বিচারে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে। এই গ্রাউন্ডেই সে আবেদন করেছিল। হাইকোর্ট তাকে চার মাসের অন্তর্বতীকালীন জামিন দিয়েছেন। সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ বলেন, আসামি শরিফুলকে অন্তর্বতী জামিন দিয়ে আদালত দেশের দায়রা আদালতসূমহে ১০ বছরের পুরনো বিচারাধীন সকল ফৌজদারি মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। এ সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করে আদালতে প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে। ২০০৭ সালের ২৬ ফেব্রুয়ারি মধ্যরাতে গ্রিনলাইনের একটি যাত্রাবাহী বাস নরসিংদীর সোনাইমুড়ি পাহাড়ের কাছে আসলে যাত্রীবেশী ৬/৭ জন ডাকাত গাড়ির চালক, সহকারী ও সুপারভাইজরকে বেঁধে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে যাত্রীদের অস্ত্র ঠেকিয়ে তাদের মালামাল লুট করে নেমে যায়। এ ঘটনায় ওই বাসের যাত্রী নাজুমুল হোসেন ফয়সাল পরদিন রায়পুরা থানায় মামলা করেন। বাস ডাকাতির ওই ঘটনায় ভৈরবের মানিকদির নয়াহাটি থেকে আসামি শরিফুল শৈবালকে গ্রেফতার করে পুলিশ। পরে নিম্ন আদালত থেকে শরিফুলের জামিন হয়। কিন্তু জামিনের অপব্যবহারের অভিযোগে নরসিংদীর অতিরিক্ত দায়রা জজ আদালত গত বছরের ১৩ মার্চ শরিফুলের জামিন বাতিল করলে তাকে আবার গ্রেফতার করে পুলিশ। এরপর নরসিংদীর অতিরিক্ত দায়রা জজ আদালত জামিন আবেদন নামঞ্জুর করলে হাইকোর্টে আবেদন নিয়ে যান শরিফুল। ওই আবেদনের শুনানির পরই আদালত দায়রা ও জেলা জজ আদালতের ১০ বছরের পুরনো মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত সোমবার আইনমন্ত্রী আনিসুল হক জাতীয় সংসদে এক প্রশ্নে জানান, বর্তমানে দেশের উচ্চ ও অধস্তন আদালতে মোট বিচারাধীন মামলার সংখ্যা ৩৫ লাখ ৬৯ হাজার ৭৫০টি। এর মধ্যে আপিল বিভাগে ২০ হাজার ৪৪২টি ও হাইকোর্ট বিভাগে ৫ লাখ ১৬ হাজার ৬৫২টি এবং অধস্তন আদালতে ৩০ লাখ ৩২ হাজার ৬৫২টি মামলা বিচারাধীন রয়েছে।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইকোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ