বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দুর্যোগপূর্ণ আবহাওয়া ও কালবৈশাখী ঝড়ের কারণে হাতিয়া উপজেলায় এক হাজার টন শুটকি বিনষ্ট হয়েছে। গত সোমবার সকালে হাতিয়ায় কালবৈশাখী ঝড় আঘাত হানে। এ সময় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। ফলে নিঝুমদ্বীপ ইউনিয়ন, জাহাজমারা ইউনিয়ন, বুড়িরচর ইউনিয়ন ও চরঈশ্বর ইউনিয়নের শুটকি চাতালে কয়েকশত টন বিভিন্ন জাতের শুটকি পঁচে গেছে। গত বৈরী আবহাওয়ার পাশাপাশি গত দুইদিন হাতিয়াসহ নোয়াখালীতে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।
হাতিয়া জেলেদের সূত্রে জানা গেছে, প্রতি বছরের এ মৌসুমে মেঘনা নদী ও সাগরে বিভিন্ন প্রজাতির প্রচুর মাছ ধরা পড়ে। এ সময় হাতিয়ার মেঘনা নদীর তীরে চাতালে শত শত মেট্রিক টন মাছের শুটকি তৈরী করা হয়। এছাড়া চলতি মৌসুমে বিপূল পরিমাণ ’ছেউয়্যা’ মাছ ধরা পড়ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।