বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হতাশা নিরসনে প্রেরনা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটায় ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের গ্যালারি রুমে ইন্টারন্যাশনাল ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (আই.ই.ই.ই)-এর ইবি শাখার উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাবিলা আফরিদা রহমান রাকা ও সাফায়াত শাহরিয়ারের যৌথ উপস্থাপনায় এবং আই.ই.ই.ই এর ইবি শাখার সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. সেলিম তোহা । কর্মশালায় মুল আলোচক হিসেবে প্রেরনা মূলক আলোচনা করেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন। এছাড়াও অনুষ্ঠানে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক জসীম উদ্দিন,ন্যাশটেক কমিউনিকেশন এর ম্যানেজিং ডিরেক্টর ইফতিখারুল ইসলাম শিমুল অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
মুল আলোচকের বক্তব্যে ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা উৎঘাটন করেন এবং খুবই যুক্তিযুক্তভাবে তিনি সমস্যাগুলো সমাধানের পন্থা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। এসময় তিনি বলেন, যেকোন পরিবেশে তোমাকে খাপখাইয়ে নিতে হবে এবং নিজেকে নিজেই তৈরী করার স্বক্ষমতা গড়ে তুলতে হবে, তাহলেই সকল হতাশা থেকে নিজেকে দুরে থাকা সম্ভব হবে।’
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. সেলিম তোহা বলেন,‘ তোমাদেরকে সর্বোচ্চ স্বপ্নটা দেখতে হবে। দারিদ্রতা মানুষের দুর্বলতা নয়। কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না। বসে থাকলে হবেনা অনাবরত চেষ্টা করে যেতে হবে তাহলেই সাফল্য তোমাদের দোয়ারে কড়া নাড়বে এবং নাড়তে বাধ্য।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।