Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোটাধিকার হরণকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে

আলোচনা সভায় ডা. ইরান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ভোটাধিকার হরণকারীদের বিরুদ্ধে সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, আওয়ামী লীগ একুশের চেতনাকে পদদলিত করেছে। তারা গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে একদলীয় দুঃশাসন কায়েম করেছে। ৩০ ডিসেম্বর গণতন্ত্রকে গনহত্যা করা হয়েছে। গতকাল (সোমবার) বেলা ১১টায় নয়াপল্টনস্থ কার্যালয়ে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. ইরান বলেন, সরকার জামায়াতে ইসলামীকে নিয়ে রাজনীতি করছে। শেখ হাসিনা ১৯৯৫ সালে মতিউর রহমান নিজামীকে নিয়ে বিএনপির বিরুদ্ধে কেয়ারটেকার সরকারের দাবীতে আন্দোলন সংগ্রাম করেছে। এক টেবিলে বসে বৈঠক করেছে। তখন জামায়াতে ইসলামী কি যুদ্ধাপরাধী দল ছিল না? মতিউর রহমান নিজামী কি যুদ্ধাপরাধী ছিল না?

তিনি বলেন, শেখ হাসিনা জামায়াতকে নিয়ে কেয়ারটেকার আন্দোলন করতে পারলে বেগম খালেদা জিয়া জামায়াতকে সাথে নিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করলে সমস্যা কোথায়? তিনি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানান। মহানগর সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক রহমান, মোঃ মোসলেম উদ্দিন, মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি কুতুব উদ্দিন, ঢাকা দক্ষিণ আহবায়ক মাওলানা আনোয়ার হোসেন, সদস্য সচিব এস এম সালাউদ্দিন, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন, কেন্দ্রিয় নেতা হাবিবুর রহমান ও ছাত্রমিশন যুগ্ম-সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ