Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশসেরা রাজশাহী কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং প্রকাশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

২০১৭ সালে জাতীয় পর্যায়ে দেশসেরা ৫টি কলেজের নাম ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গতকাল (সোমবার) দুপুরে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব কলেজের নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়টির ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত স্নাতক কলেজসমূহকে ৩১টি কী পারফরমেন্স ইন্ডিকেটর্স এর ভিত্তিতে এই র‌্যাংকিং করা হয়েছে। পারফরমেন্সের ভিত্তিতে দেশসেরা কলেজ নির্বাচিত হয়েছে রাজশাহী কলেজ (পয়েন্ট ৭২.৯৬)। দ্বিতীয় হয়েছে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ (পয়েন্ট ৬৬.১৫), তৃতীয়- বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ (পয়েন্ট ৬৬.১১), চতুর্থ- পাবনার সরকারি অ্যাডওয়ার্ড কলেজ (পয়েন্ট ৬৫.৯৬) ও পঞ্চম- রংপুরের কারমাইকেল কলেজ (পয়েন্ট ৬৫.৭৯)। একই সময়ে জাতীয় সেরা মহিলা কলেজ, বেসরকারি কলেজসহ বিভাগভিত্তিক সেরা কলেজের তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুয়ায়ি, সেরা মহিলা কলেজ (বেসরকারি) লালমাটিয়া মহিলা কলেজ ও সেরা বেসরকারি কলেজ নির্বাচিত হয়েছে ঢাকা কমার্স কলেজ।
প্রফেসর হারুন-অর-রশিদ বলেন, বিভিন্ন ক্যাটাগরিভূক্ত সেরা নির্বাচিত ৭৬টি কলেজকে ২ মার্চ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সম্মাননা প্রদান ও পুরস্কৃত করা হবে। এসময় উপস্থিত ছিলেন- প্রো-ভিসি প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, প্রফেসর ড. মো. মশিউর রহমান, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল দপ্তরের ডিন প্রফেসর ড. মো. নাসির উদ্দীন, প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক, জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর, পরিচালক তথ্য ও প্রযুক্তি আইসিটি দপ্তরসহ কর্মকর্তাবৃন্দ।
ঢাকার সেরা ১০ কলেজ : ঢাকা কমার্স কলেজ, টাঙ্গাইলের সরকারি সাদত কলেজ, ঢাকার তেজগাঁও কলেজ, সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্সল কলেজ, ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি গুরুদয়াল কলেজ, ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ।
চট্টগ্রামের সেরা ১০ কলেজ : কুমিল্লার সরকারি ভিক্টোরিয়া কলেজ, ফেনী সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজ, সরকারি সিটি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, নোয়াখালী সরকারি কলেজ, হাটহাজারী কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ ও চাঁদপুর সরকারি কলেজ।
রাজশাহীর সেরা ১০ কলেজ : রাজশাহী কলেজ, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ, পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ, রাজশাহীর ভবানীগঞ্জ কলেজ, বগুড়ার সৈয়দ আহমদ কলেজ, সিরাজগঞ্জের হাজী ওয়াহেদ মরিয়াম কলেজ, সিরাজগঞ্জ সরকারি কলেজ, রাজশাহীর দাওকান্দি কলেজ, রাজশাহী কোর্ট কলেজ, নাটোরের এনএস সরকারি কলেজ।
খুলনার সেরা ১০ কলেজ : খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজ, যশোরের সরকারি এমএম কলেজ, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, সাতক্ষীরার সীমান্ত আদর্শ কলেজ, যশোরের ক্যান্টনমেন্ট কলেজ, যশোরের ঝিকরগাছা মহিলা কলেজ, আলমডাঙ্গার এমএস জোহা ডিগ্রি কলেজ, সাতক্ষীরার কুমিরা মহিলা ডিগ্রি কলেজ, খুলনার খানজাহান আলী আদর্শ কলেজ, যশোরের সরকারি মহিলা কলেজ।
বরিশালের সেরা ৪ কলেজ : বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ, ভোলা সরকারি কলেজ।
সিলেটের সেরা ৭ কলেজ : সিলেট এম সি কলেজ, দক্ষিণ সুরমা কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজ, হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ, মদনমোহন কলেজ, মৌলভীবাজারের সরকারি শ্রীমঙ্গল কলেজ।
রংপুরের সেরা ১০ কলেজ : রংপুর কারমাইকেল কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, রংপুর সরকারি কলেজ, লালমনিরহাটের উত্তরবাংলা কলেজ, হাতিবান্ধা আলিমুদ্দিন কলেজ, রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ, কুড়িগ্রাম সরকারি কলেজ, লালমনিরহাট সরকারি কলেজ, গাইবান্ধা সরকারি কলেজ, দিনাজপুর কেবিএম কলেজ।
ময়মনসিংহের সেরা ৭ কলেজ : ময়মনসিংহ সরকারি আনন্দমোহন কলেজ, জাহানারা লতিফ মহিলা কলেজ, মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ, জামালপুরের ইসলামপুর কলেজ, নেত্রকোণা সরকারি কলেজ, ময়মনসিংহের শহীদ স্মৃতি সরকারি কলেজ, কৃষ্ণপুর হাজী আলী আকবর পাবলিক কলেজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় বিশ্ববিদ্যালয়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ