Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়া

পটুয়াখালীতে কাঁচা ঘরবাড়ি গাছপালা বিধ্বস্ত

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

গতকাল সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে পটুয়াখালী জেলার উপর দিয়ে হঠাৎ বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে জেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু কাচা ঘড়-বাড়িসহ গাছপালা বিধ্বস্ত হয়। ঝড়ো হাওয়ায় জেলার দুমকি উপজেলার পাঙ্গাশিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সীমানা বেড়া ওড়ে যায় বলে জানিয়েছেন স্কুলের শিক্ষক মো. ইব্রাহিম হাওলাদার।
এ দিকে জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সকাল ৬ টা থেকে দুপূর ১২ টা পর্যন্ত ৩৭.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়াও নদীবন্দরের জন্য ২ নং স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার সর্বত্র থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নতুন করে ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ