Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জ অফিসার্স ক্লাবের ব্যাটমিন্টন ফাইনাল

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ অফিসার্স ক্লাবের ব্যাটামিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাতে শিবগঞ্জ অফিসার্স ক্লাব চত্বরে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মোট ২০টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় ইউএনও-সমাজসেবা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন লাভ করে এলজিইডি-খাঁন দল। পরে চ্যাম্পিয়ন ও রানার-আপকে বরণ করে নেয় শিবগঞ্জ অফিসার্স ক্লাব।
এতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, অফিসার্স ক্লাবের সভাপতি ইউএনও চৌধুরী রওশন ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলামসহ অফিসার্স ক্লাবের সদস্যরা। শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করে কৃষিবিদ এসএম আমিনুজ্জামান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ